অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু বলেছেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এছাড়া ক্ষমতার জন্য তারা উন্মাদের মতো আচরণ করে। এই উন্মাদদের দিয়ে কখনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বুধবার বিকেলে রাজধানীর পল্টনের একটি হোটেলে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি প্রধান প্রধানমন্ত্রীকে অনুরোধ করবে, দেশ আছে বলেই আপনি প্রধানমন্ত্রী দাবিদার। আপনি এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না যে কারণে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়।
তিনি আরো বরেন, সংবিধান আজ অভিভাবকহীন। দেশ আজকে বিপন্ন। গুন্ডাতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কী নির্মম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, কি আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে তার জ্বলন্ত উদাহরণ হলেন প্রধান বিচারপতি। এছাড়া আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন আইনের শাসন, নিরাপত্তা, খাদ্যাভাব, লুটপাটের মধ্যে দেশকে ঢুকিয়ে দেয়।
আকাশ নিউজ ডেস্ক 




















