অাকাশ নিউজ ডেস্ক:
বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে একসময় প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা ছাড়া ডাক্তারদের আর করণীয় কিছুই থাকবে না হয়তো।
যদি ডিভাইসই রোগ ধরে দেয়, তা হলে ডাক্তারদের করার কী-ই বা থাকতে পারে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটাইমসের খবরে বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমনই একটি ডিভাইস বানিয়েছে বলে তাদের দাবি।
তাদের মতে, এটি শুধু নিঃশ্বাসের গন্ধ শুকেই ধরে ফেলবে ১৭টি রোগ। যার মধ্যে ক্যান্সার, পারকিনসনের মতো রোগও রয়েছে। পাঁচটি দেশের মোট ৫৬ জন গবেষক রয়েছেন এই দলটিতে।
এই ডিভাইসে বিভিন্ন ন্যানো-রশ্মি ব্যবহার করা হয়েছে। সেই রশ্মিই নিঃশ্বাসের গন্ধের রাসায়নিক বিশ্লেষণ করে বলে দিতে পারবে অসুখটি কী।
আকাশ নিউজ ডেস্ক 

























