অাকাশ জাতীয় ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার এখন বাংলাদেশে তাদের মন্ত্রী পাঠিয়েছে। এটি কি আমাদের কূটনৈতিক বিজয় নয়? মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখছে সরকার। সেই লক্ষ্যে বেকারদের কর্ম সংস্থানসহ স্থানীয়দের বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ফেরত নেবে না বলে তাদের সেনা প্রধান ঘোষণা দিয়েছিল। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিকত্ব না দিয়ে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছিল। এখন মিয়ানমার তাদের সেই অবস্থান থেকে সরে এসেছে।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















