আকাশ জাতীয় ডেস্ক:
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন সাপ্তাহিক ছুটিসহ মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য তিনটি হলো ব্যাংক ও সরকারি অফিসের সময়সূচি কমিয়ে আনা এবং সেচসুবিধার জন্য গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় ও যানজট কমাতে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে শিক্ষামন্ত্রীর প্রস্তাব অনুমোদন করা হয় বৈঠকে। সপ্তাহের কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সে বিষয়টি ঠিক করে আদেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে গতকাল বিকালে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী সপ্তাহ থেকে শুক্র ও শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার বন্ধ থাকবে। আর বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
বৈঠকের অন্যান্য সিদ্ধান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামীকাল বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে সেগুলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা নেই এবং এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
গতকালই বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকার ২৪ আগস্ট (বুধবার) থেকে এসব প্রতিষ্ঠান ও সংস্থার অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল- রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিটিংয়ে ছিলেন’ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গভর্নর অফিসে গিয়ে ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এমন ঘোষণা দিয়ে দেবেন। তবে ব্যাংক লেনদেন ঠিক কতক্ষণ চলবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি বাংলাদেশ ব্যাংক।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমনের সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আগামি ১২ থেকে ১৫ দিন রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত গ্রামাঞ্চলে কোনো লোডশেডিং করা হবে না। যাতে সেচকাজে বিঘ্ন না ঘটে।
তিনি আরও বলেন, সরকারি অফিসগুলোতে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে লাইট যথাসম্ভব কম জ্বালানো এবং এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
‘মন্ত্রিপরিষদের এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে কি না’ জানতে চাইলে সচিব বলেন, বিদ্যুৎ সাশ্রয় তো হবেই। দেখা যাক, পরবর্তী অবস্থায় উন্নীত না হওয়া পর্যন্ত চলুক। সঙ্গে সঙ্গে ট্রাফিক জ্যামটাও একটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে।
এ ছাড়া বৈঠকে ‘হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২২’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নীতিমালার অধীনে প্রাতিষ্ঠানিক রূপ পাবে জিঞ্জিরা এলাকার প্রায় ৪০ হাজার হাল্কা প্রকৌশল শিল্প এবং ৬ লাখ প্রযুক্তিগত দক্ষ উদ্যোক্তা। এই নীতিমালার ফলে স্থানীয় শিল্পের প্রসার, শিল্প খাতের ভূমিকা আরও বেড়ে যাবে এবং অর্থনীতির উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এই নীতিমালা।
ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। আমদানি ব্যয় মেটাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়েছে।
বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে গত ৭ জুলাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর একই মাসের ১৯ তারিখ থেকে সারা দেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া দোকানপাট চালু রাখার সময়ও কমানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 










