ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

এক পায়ে পাড়া দিমু, আরেক পা ছিঁড়া ফেলমু: ইডেন ছাত্রলীগ সভাপতি

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে অযাচিত ক্ষমতা দেখানো ও হুমকিধামকি দেওয়ার অভিযোগ উঠেছে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ইডেন কলেজের রাজিয়া হলে। প্রশ্নে উঠেছে ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্বে থেকে এ আচরণও সম্ভব!

রুম দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ‘টেনে ছিঁড়ে ফেলা’, ‘গলায় পা দিয়ে ধরা’সহ নানাবিধ হুমকিধামকির একটি অডিও রেকর্ড এসেছে ঢাকাটাইমসের কাছে। রিভার দাবি, তিনি কলেজের প্রিন্সিপালের চেয়েও ক্ষমতাধর।

অডিও রেকর্ডে রিভাকে বলতে শোনা যায়, ‘তোরা লিগ্যাল তাতে আমার… গেছে, কোন হেডাম দেখাইতে আসিস তোরা আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি, কি থাকবি? সেটা তোদের বিষয় কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’ এ সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়— ‘ও তো অসুস্থ বাসায় গেছে?’ এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নং) এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কী… গেছে? বল? আমি কি …… তোদের’৷’

রিভা শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘চ্যাটাং চ্যাটাং করতেছোস৷ এক পায়ে পাড়া দিমু আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু৷ চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস’।’

এ সময় সুমনা মীর নামে এক ছাত্রীকে রিভা বলেন, ‘বুঝিস না পলিটিক্যাল রুমে থাকিস৷ তোদের লিগ্যাল করাইছে তাতে আমার …. কী? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দিবে? ম্যাডামরা দিবে, ক্ষমতা আছে ম্যাডামদের। ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার৷ ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটাকে বের করার৷ একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে৷ আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলবো সেই রুমে যাবি৷ আমার সাথে হ্যাডাম দেখাইতে আসে।’

ইডেন কলেজ প্রশাসনকে চ্যালেঞ্জ করে রিভা বলেন, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না৷ এইটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের উপরে আর কেউ নাই।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তামান্না জেসমিন রিভা এই প্রতিবেদককে বলেন, ‘পলিটিক্যাল রুমে থাকলে প্রোগ্রাম করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তারা প্রোগ্রাম কেন করে না জানতে আসছিলাম। প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এর চেয়ে বেশি কিছু নয়, এটি বড় বিষয় নয়।’

ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি না। আমি বিষয়টি নিয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলবো। বিষয়টি খতিয়ে দেখব। এ রকম হওয়ার কথা না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

এক পায়ে পাড়া দিমু, আরেক পা ছিঁড়া ফেলমু: ইডেন ছাত্রলীগ সভাপতি

আপডেট সময় ১২:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে অযাচিত ক্ষমতা দেখানো ও হুমকিধামকি দেওয়ার অভিযোগ উঠেছে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ইডেন কলেজের রাজিয়া হলে। প্রশ্নে উঠেছে ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্বে থেকে এ আচরণও সম্ভব!

রুম দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ‘টেনে ছিঁড়ে ফেলা’, ‘গলায় পা দিয়ে ধরা’সহ নানাবিধ হুমকিধামকির একটি অডিও রেকর্ড এসেছে ঢাকাটাইমসের কাছে। রিভার দাবি, তিনি কলেজের প্রিন্সিপালের চেয়েও ক্ষমতাধর।

অডিও রেকর্ডে রিভাকে বলতে শোনা যায়, ‘তোরা লিগ্যাল তাতে আমার… গেছে, কোন হেডাম দেখাইতে আসিস তোরা আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি, কি থাকবি? সেটা তোদের বিষয় কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’ এ সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়— ‘ও তো অসুস্থ বাসায় গেছে?’ এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নং) এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কী… গেছে? বল? আমি কি …… তোদের’৷’

রিভা শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘চ্যাটাং চ্যাটাং করতেছোস৷ এক পায়ে পাড়া দিমু আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু৷ চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস’।’

এ সময় সুমনা মীর নামে এক ছাত্রীকে রিভা বলেন, ‘বুঝিস না পলিটিক্যাল রুমে থাকিস৷ তোদের লিগ্যাল করাইছে তাতে আমার …. কী? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দিবে? ম্যাডামরা দিবে, ক্ষমতা আছে ম্যাডামদের। ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার৷ ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটাকে বের করার৷ একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে৷ আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলবো সেই রুমে যাবি৷ আমার সাথে হ্যাডাম দেখাইতে আসে।’

ইডেন কলেজ প্রশাসনকে চ্যালেঞ্জ করে রিভা বলেন, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না৷ এইটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের উপরে আর কেউ নাই।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তামান্না জেসমিন রিভা এই প্রতিবেদককে বলেন, ‘পলিটিক্যাল রুমে থাকলে প্রোগ্রাম করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তারা প্রোগ্রাম কেন করে না জানতে আসছিলাম। প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এর চেয়ে বেশি কিছু নয়, এটি বড় বিষয় নয়।’

ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি না। আমি বিষয়টি নিয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলবো। বিষয়টি খতিয়ে দেখব। এ রকম হওয়ার কথা না।’