অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের জন্য আশ্রয়, খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য তার প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘যদিও আমরা সেই ধনী নই কিন্তু আমাদের হৃদয় আছে। সবকিছুর উপরে, তারা মানুষ; এবং আমরা বঙ্গোপসাগর তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারি না।
রোববার যুক্তরাষ্ট্রের রিজ চার্লটন হোটেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম সভায় যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার আগে কক্সবাজারে রোহিঙ্গা উদ্বাস্তু শিবির পরিদর্শন করেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের পলায়নপর নারী ও শিশুদের কাছ থেকে শোনা ভয়ঙ্কর কাহিনী বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পালিয়ে আসা বিপর্যস্ত রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ‘ভাসান চর’ নামে একটি দ্বীপে স্থানান্তর করা হবে। বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, বিজিবি, পুলিশ এবং তার দল স্বেচ্ছাসেবক এইসব মানুষের দুঃখ প্রশমনের জন্য কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেন, ‘কোনও বাইরের দেশের সহায়তার জন্য অপেক্ষা না করে, আমরা বাসস্থান, খাদ্য ও ওষুধের ব্যবস্থা করেছি’। ইতোমধ্যে এই বিষয়ে প্রাথমিক অর্থায়ন হিসাবে তিনি পাঁচ কোটি টাকা দিয়েছিলেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সরকার এই বিশাল সংখ্যক মানুষকে গ্রহণ করার উদারতা দেখিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিস্মিত করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যদি আমরা ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি তবে আমরা তাদের ৫ থেকে ৭ লক্ষ মানুষকেও খাওয়াতে পারবো।
আকাশ নিউজ ডেস্ক 



















