আকাশ স্পোর্টস ডেস্ক:
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হচ্ছেন বাবর আজম।
দেশটির স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ফেডারেল সরকার পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে সিতারা-ই-ইমতিয়াজ সম্মানে ভূষিত করেছে। ২৭ বছর বয়সে পাকিস্তানের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এ সম্মাননা পেলেন বাবর।
অন্যদিকে নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ পাবেন তমগাহ ইমতিয়াজ। প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড পাবেন অন্ধ ক্রিকেটার মাসুদ জান।
উল্লেখ্য, পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি দেশের ৭৫তম হীরকজয়ন্তী বার্ষিকী উপলক্ষে ২৫৩ জন পাকিস্তানি নাগরিকের পাশাপাশি বিদেশি নাগরিকদের পুরস্কার প্রদান করেছেন।
নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ও সাহসিকতার জন্য পুরস্কার প্রদান করা হয়; যা আগামী বছরের ২৩ মার্চ পাকিস্তান দিবসে এ পুরস্কার প্রদান করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 























