আকাশ জাতীয় ডেস্ক:
২০২২-২৩ অর্থবছরে ছয় হাজার ৭৪১ দশমিক ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার নগর ভবনের হানিফ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বাজেটে ২০২২-২৩ অর্থবছরে এক হাজার ২৬৬ দশমিক ৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। একই সঙ্গে ২০২১-২২ অর্থবছরে ৮৭৯ দশমিক ৬৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















