আকাশ স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই রোববার সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী ভারত।
উইন্ডিজ সফরে টানা দুই ম্যাচে জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে টিম ইন্ডিয়া। একটি নির্দিষ্ট দেশের বিপক্ষে একটানা সব থেকে বেশি ওয়ানডে সিরিজ জয়ের তালিকায় শীর্ষে ভারত।
২০০৭ সাল থেকে গত ১৫ বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশে-বিদেশে ১২টি ওয়ানডে সিরিজে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে ভারত। টানা ১২টি সিরিজ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে টপকে গেল বিরাট কোহলিরা।
১৯৯৬ থেকে ২০২১ সালের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। ১৯৯৯ থেকে ২০২২ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে সিরিজ জিতেছে বাবর আজমরা।
দক্ষিণ আফ্রিকা ১৯৯৫ থেকে ২০১৮ সালের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৯টি ওয়ানডে সিরিজ জিতেছে।
আকাশ নিউজ ডেস্ক 























