আকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জে পরকীয়ার জেরে মামিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ভাগ্নে মামুনকে (৩০) আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে জেলা শহরের হারুয়া কলেজ রোড এলাকায় ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের বিপরীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রোকসানা আক্তার (৩০) হারুয়া এলাকার মো. তাইজুলের স্ত্রী। অভিযুক্ত মামুন জেলা শহরের হারুয়া ক্লাসিক গলির সোহরাবের ছেলে।
স্থানীয়রা বলছেন, অভিযুক্ত মামুন তার মামা তাইজুলের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন। মামুনের সঙ্গে মামী রেকসানার পরকীয়া সম্পর্ক ছিল। নিহত রেকসানার সঙ্গে মামুনের কলহের জেরে মামুন তার মামীকে হত্যা করেছে বলে স্বামী তাইজুল ইসলামসহ স্থানীয়রা ধারণা করছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























