আকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত শাকিল (২২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের অশ্লীল ভিডিও এবং ছবি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ইয়াছিন আরাফাত শাকিল কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে। সে কিশোর গ্যাং শাকিল বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে বুধবার রাত ২টার দিকে কাদিরপুর ইউপির ঘাটলা গ্রামের লন্ডন মার্কেটের পশ্চিম পাশের ব্রিজের ওপর অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার শাকিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ওই মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের নামের ফ্লোডারে থাকা অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে শাকিল মেয়েদের বিভিন্ন লোভ দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের জন্য সু-কৌশলে তাদের অশ্লীল ভিডিও-ছবি ধারণ করে। পুলিশ পরিদর্শক কবির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন একটি মামলা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















