আকাশ জাতীয় ডেস্ক:
প্রতিবছরের মতো এবারও রাজধানীর জহুরুল ইসলাম সিটিতে (আফতাবনগর) তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছে।
১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার উদ্যোগে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী বলেন, অন্যান্য মাহফিলের মতো গতানুগতিক ধারার কোনো আয়োজন নয় এটি। এ ইজতেমার ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো, এতে বয়ানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য তালিমের ব্যবস্থা করা হয়।
প্রশিক্ষকদের মাধ্যমে সাধারণ মানুষকে দ্বীনের প্রাথমিক বিষয়গুলো শিক্ষা দেয়া হয়। এভাবে সাধারণ মাহফিলের পাশাপাশি এই ইজতেমাটি জনসাধারণের জন্য দ্বীনী তালীমের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়।
জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা এ ইজতেমায় অংশ নেবেন
বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























