ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

চাকরির প্রলোভনে তরুণীকে ভারতে নিয়ে যাচ্ছিলেন তারা!

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৭) পাচারকালে ওই চক্রের ছয়জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা।

ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পাচারের শিকার ওই তরুণীকে উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতার পাচারকারী চক্রের সদস্যরা হলো- ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মো. ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার সঞ্জীব কুমার মণ্ডল (৫০), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামান্তা এলাকার মো. সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মো. আলী হোসেন মণ্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মো. ছয়ফাল মণ্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের এফ এম রফিকুল ইসলাম (৪০)।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে লবণচরাস্থ রাব-৬-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক (সিও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ১১ ডিসেম্বর র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, ভুক্তভোগীকে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখান আসামি এফ এম রফিকুল ইসলাম। পলাতক আসামি আক্তার মোল্লার সঙ্গে মোবাইলে পরিচয় করিয়ে দেন তিনি। আক্তার মোল্লার সঙ্গে ভুক্তভোগী মোবাইলে কথা বলেন। এক পর্যায়ে মো. ফারুক গাজী ভুক্তভোগীকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে খুলনার ডুমুরিয়া থানার ৪ নম্বর খর্নিয়া ইউনিয়নের টিপনা বাইলেখালি ব্রিজের ওপর আসতে বলেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ওই স্থানে এলে আসামি ফারুক গাজী ও সঞ্জিব মণ্ডলের মোটরসাইকেলে দুজনের মাঝে বসিয়ে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের কথাবর্তায় ভুক্তভোগী বুঝতে পারেন, আসামিরা পরস্পরের যোগসাজশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছেন। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী চিৎকার করেন। খবর পেয়ে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল ওই স্থানে উপস্থিত হলে আসামি দুজন ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ওই জায়গা থেকে মো. ফারুক গাজী ও সঞ্জীব কুমার মণ্ডলকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়া থানা, যশোরের মনিরামপুর থানা, কেশবপুর থানা, চৌগাছা থানাসহ ঝিনাইদহের মহেশপুর থানার সামান্ত বাজারে আর্ন্তজাতিক সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা বাংলাদেশি এজেন্টসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ডুমুরিয়া থানায় হস্তান্তরসহ মানবপাচার আইনে মামলা দায়েরের পক্রিয়া চলছে।

ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ, মো. মাহফুজুল ইসলাম ও স্কয়াড কমান্ডার লে. আবুল কালাম আজাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

চাকরির প্রলোভনে তরুণীকে ভারতে নিয়ে যাচ্ছিলেন তারা!

আপডেট সময় ১০:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৭) পাচারকালে ওই চক্রের ছয়জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা।

ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পাচারের শিকার ওই তরুণীকে উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতার পাচারকারী চক্রের সদস্যরা হলো- ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মো. ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার সঞ্জীব কুমার মণ্ডল (৫০), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামান্তা এলাকার মো. সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মো. আলী হোসেন মণ্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মো. ছয়ফাল মণ্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের এফ এম রফিকুল ইসলাম (৪০)।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে লবণচরাস্থ রাব-৬-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক (সিও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ১১ ডিসেম্বর র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, ভুক্তভোগীকে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখান আসামি এফ এম রফিকুল ইসলাম। পলাতক আসামি আক্তার মোল্লার সঙ্গে মোবাইলে পরিচয় করিয়ে দেন তিনি। আক্তার মোল্লার সঙ্গে ভুক্তভোগী মোবাইলে কথা বলেন। এক পর্যায়ে মো. ফারুক গাজী ভুক্তভোগীকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে খুলনার ডুমুরিয়া থানার ৪ নম্বর খর্নিয়া ইউনিয়নের টিপনা বাইলেখালি ব্রিজের ওপর আসতে বলেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ওই স্থানে এলে আসামি ফারুক গাজী ও সঞ্জিব মণ্ডলের মোটরসাইকেলে দুজনের মাঝে বসিয়ে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের কথাবর্তায় ভুক্তভোগী বুঝতে পারেন, আসামিরা পরস্পরের যোগসাজশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছেন। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী চিৎকার করেন। খবর পেয়ে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল ওই স্থানে উপস্থিত হলে আসামি দুজন ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ওই জায়গা থেকে মো. ফারুক গাজী ও সঞ্জীব কুমার মণ্ডলকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়া থানা, যশোরের মনিরামপুর থানা, কেশবপুর থানা, চৌগাছা থানাসহ ঝিনাইদহের মহেশপুর থানার সামান্ত বাজারে আর্ন্তজাতিক সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা বাংলাদেশি এজেন্টসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ডুমুরিয়া থানায় হস্তান্তরসহ মানবপাচার আইনে মামলা দায়েরের পক্রিয়া চলছে।

ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ, মো. মাহফুজুল ইসলাম ও স্কয়াড কমান্ডার লে. আবুল কালাম আজাদ।