আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে অবস্থিত ওই ক্যাম্পে বিস্ফোরণে প্রায় এক ডজন মানুষ আহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ার শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণ ঘটে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বিস্ফোরণে অজ্ঞাত সংখ্যক মৃত্যুর কথা জানালেও স্থানীয় গণমাধ্যম এবং ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা বলছেন, বিস্ফোরণে কেউ নিহত হয়নি।
ধারণা করা হচ্ছে সেখানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্ত্রের গুদাম ছিল। এ ঘটনায় প্রশাসন জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে।
লেবাননে যে ডজনখানেক ফিলিস্তিনি শরণার্থী শিবির আছে, সেগুলো মূলত হামাস, ফাতাহসহ বিভিন্ন সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীই নিয়ন্ত্রণ করে থাকে, রীতি অনুযায়ী লেবাননের কর্তৃপক্ষ সেসব শিবিরে প্রবেশ করে না।
হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















