আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের জন্য একটা দুঃস্বপ্নের দিনই পার হলো। মাত্র এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৯৮ রান। বাংলাদেশ অবশ্য সযোগ পেয়েও নিজেদের জন্য বিপদ অনেকটা ডেকেই এনেছে। কারণ, পচেফস্টুমে বৃহস্পতিবার টস জিতেও ফিল্ডিং নেন অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা সাব্বির, জানালেন খেলা শুরুর আগে তারা উইকেটই বুঝতে পারেননি। তিনি বলেন, ‘প্রথম টেস্টের প্রথম দিন, টস জিতে ফিল্ডিং নিয়েছি অবশ্যই কিছু করার জন্য। এক-দুই ঘণ্টা যাওয়ার পর দেখলাম ফ্ল্যাট উইকেট। তখন ঠিক করলাম রান চেক করতে হবে। তখন যতটা পারা যায় রান বেঁধে রাখার চেষ্টা করেছি।’
অতীত ইতিহাস দেখলে সফরকারী দল দক্ষিণ আফ্রিকায় টস জিতে ফিল্ডিং নিয়েছে খুব কমই। অথচ, অধিনায়কের টস জিতে ফিল্ডিং নেওয়ার পক্ষে এরপরও অদ্ভুতরকম যুক্তি দিয়ে গেলেন সাব্বির। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এসেছেন খেলতে। আপনি টস জিতে অবশ্যই ফিল্ডিং নেবেন। যেকোনো অধিনায়কই নেবে। আমরা বুঝতে পারিনি উইকেট এমন ফ্ল্যাট হবে। এখন চেষ্টা করছি রান যতটা কম দেওয়া যায়।’
বাংলাদেশের পরিকল্পনা এখন যতো কম রানে আটকানো যায় দক্ষিণ আফ্রিকাকে। মাত্র এক উইকেটে যেখানে প্রায় তিনশ’ রান তোলে ফেলেছে প্রোটিয়ারা, তখন কম আর কত হবে! সাব্বির অবশ্য সেই কমের কোনো ধারণা দিতে পারেননি।
তিনি বলেন, ‘ওরা যদি তিন দিন ব্যাট করে বলতে পারবেন না কত হতো পারে। ১ হাজার, ৭০০ হতে পারে! ওরা যত বেশি করবে, আমাদের তত বেশি সমস্যায় পড়তে হবে। আমরা ভালো না বোলিং করতে পারলে পাঁচ দিনও ব্যাটিং করতে পারবে! আমরা চেষ্টা করব উইকেট নেওয়ার। চেষ্টা করব ভালো জায়গায় বল করতে। এর মধ্যে রানটা আটকে রাখতে পারলে আমাদের লাভ।’
আকাশ নিউজ ডেস্ক 























