আকাশ স্পোর্টস ডেস্ক:
কয়েকদিন আগে ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন রাশিয়ান ক্লাব লোকোমোতিভ মস্কোর ‘স্পোর্টস অ্যান্ড ডেভলপমেন্ট’-এর প্রধান রালফ রাংনিক। এবার বিষয়টি সত্যি করে অফিসিয়ালি ইউনাইটেডের দায়িত্ব নিলেন জার্মান এ কোচ।
সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রেড ডেভিলসরা ।চলতি মৌসুমসহ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন রাংনিক।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলার ওলে গুনার সুলশার। তবে দলের টানা ব্যর্থতার কারণে গত রোববার (২১ নভেম্বর) চাকরি হারান তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে জোসে মরিনহোর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলটির হাল ধরেছিলেন নরওয়ের সাবেক এই ফুটবলার।
সুলশারের ক্লাব ছাড়ার পর ম্যানইউর দায়িত্ব নিয়েছিলেন ম্যাইকেল ক্যারিক। গতকাল রোববার (২৮ নভেম্বর) রাতে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে রেড ডেভিলসদের হয়ে ডাগআউটে ছিলেন তিনি। ম্যাচটি অবশ্য ড্র দিয়ে শেষ করে রোনালদোরা।
রাশিয়ান ক্লাবে যোগ দেওয়ার আগে কোচ হিসেবে ভালোই পরিসংখ্যান রয়েছে রাংনিকের। ২০১১ সালে তিনি শালকের হয়ে জিতেছিলেন জার্মান কাপ। ওই ২০১০-১১ মৌসুমেই দলটিকে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে। তার কোচিংয়েই ২০১৯ জার্মান কাপের ফাইনালে উঠেছিল জার্মান ফুটবলে নতুন সম্ভাবনা দল লাইপজিগ।
রাংনিকের সঙ্গে চুক্তি হলেও ‘ওয়ার্ক পারমিট’ ভিসার কারণে কয়েকদিন অপেক্ষা করতে হবে। ভিসা পাওয়ার আগ পর্যন্ত দলের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন মাইকেল ক্যারিক।
আকাশ নিউজ ডেস্ক 























