আকাশ জাতীয় ডেস্ক:
২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
বুয়েটের ভর্তি পরীক্ষা দুই পর্বে অনুষ্ঠিত হয়। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৯৪৪ জন। উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৯৮০ জন। পাসের হার ৩৩.৩ শতাংশ। বুয়েটের আসন সংখ্যা ১২১৫।
এতে প্রথম স্থান অর্জন করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাহুল আলম সিয়াম। সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পরীক্ষায়ও প্রথম হয়েছিলেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় হন ৫৯তম।
আকাশ নিউজ ডেস্ক 



















