ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

বিউটি’র নতুন মিউজিক ভিডিও ‘পাষাণ বন্ধু’

অাকাশ বিনোদন ডেস্ক:
পাঁচ বছর পর আসছে ক্লোজআপ ওয়ান তারকা, লালন কন্যা খ্যাত কণ্ঠ শিল্পী নাসরিন আক্তার বিউটি’র ‘পাষাণ বন্ধু’ গানের মিউজিক ভিডিও। ৭ অক্টোবর তার জন্মদিন, সেই উপলক্ষে ‘পাষাণ বন্ধু’ মিউজিক ভিডিওটি প্রকাশ করবে বিউটি। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনায় রবিন হোসাইন, কালার গ্রেডিং আশিকুজ্জামান অপু, ভিডিও নির্মাণ করেছেন সুমিত্র ঘোষ ইমন। গত ২০,২১ সেপ্টেম্বর টানা দুই দিন গাজীপুর একটি শুটিং হাউসে গানের শুটিং শেষ হয়েছে। বর্তমানে গানের এডিটিং এর কাজ চলছে বলে জানায় পরিচালক ইমন।
দুই বছরের বিরতির পর বিউটি গত রোজার ঈদে প্রকাশ হয় জিয়াউদ্দিন আলম ফিচারিং বিউটি’র বিউটি’র পঞ্চম একক অ্যালবাম ‘পাষাণ বন্ধু’। অ্যালবামটি প্রকাশ হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সেই অ্যালবামের টাইটেল গান ‘পাষাণ বন্ধু’। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
নতুন গানের গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে বিউটি বলেন, প্রায় ৫বছর পর আমার নতুন গানের মিউজিক ভিডিও আসছে । মিউজিক ভিডিও প্রকাশ করবো আমার জন্মদিন ৭ অক্টোবর। তার আগের দিন ‘পাষাণ বন্ধু’ জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
‘মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ২ বছর। এবার পুরোদমে কাজে ফিরেছি। তবে মাঝের সময়ে মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন বলে জানান বিউটি। ‘পাষাণ বন্ধু’ অ্যালবামের গান গুলো মৌলিক। আমি সব সময়ই ফোক ধাঁচের গান করি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ‘একটু সময় নিয়ে এই অ্যালবাম করেছি। জিয়াউদ্দিন আলম ভাই অনেক ভালো কথা ও সুর করেছেন সব কয়টি গানের। আমার শ্রোতারা আমার কাছে যে ধরনের গান আশা করেন, আমি চেষ্টা করছি সে ধরনেরই গান করতে। আশা রাখি, কেউ নিরাশ হবেন না।
উল্লেখ্য, এ পর্যন্ত বিউটির তিনটি একক, একটি দ্বৈত ও কিছু মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

বিউটি’র নতুন মিউজিক ভিডিও ‘পাষাণ বন্ধু’

আপডেট সময় ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
অাকাশ বিনোদন ডেস্ক:
পাঁচ বছর পর আসছে ক্লোজআপ ওয়ান তারকা, লালন কন্যা খ্যাত কণ্ঠ শিল্পী নাসরিন আক্তার বিউটি’র ‘পাষাণ বন্ধু’ গানের মিউজিক ভিডিও। ৭ অক্টোবর তার জন্মদিন, সেই উপলক্ষে ‘পাষাণ বন্ধু’ মিউজিক ভিডিওটি প্রকাশ করবে বিউটি। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনায় রবিন হোসাইন, কালার গ্রেডিং আশিকুজ্জামান অপু, ভিডিও নির্মাণ করেছেন সুমিত্র ঘোষ ইমন। গত ২০,২১ সেপ্টেম্বর টানা দুই দিন গাজীপুর একটি শুটিং হাউসে গানের শুটিং শেষ হয়েছে। বর্তমানে গানের এডিটিং এর কাজ চলছে বলে জানায় পরিচালক ইমন।
দুই বছরের বিরতির পর বিউটি গত রোজার ঈদে প্রকাশ হয় জিয়াউদ্দিন আলম ফিচারিং বিউটি’র বিউটি’র পঞ্চম একক অ্যালবাম ‘পাষাণ বন্ধু’। অ্যালবামটি প্রকাশ হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সেই অ্যালবামের টাইটেল গান ‘পাষাণ বন্ধু’। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
নতুন গানের গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে বিউটি বলেন, প্রায় ৫বছর পর আমার নতুন গানের মিউজিক ভিডিও আসছে । মিউজিক ভিডিও প্রকাশ করবো আমার জন্মদিন ৭ অক্টোবর। তার আগের দিন ‘পাষাণ বন্ধু’ জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
‘মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ২ বছর। এবার পুরোদমে কাজে ফিরেছি। তবে মাঝের সময়ে মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন বলে জানান বিউটি। ‘পাষাণ বন্ধু’ অ্যালবামের গান গুলো মৌলিক। আমি সব সময়ই ফোক ধাঁচের গান করি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ‘একটু সময় নিয়ে এই অ্যালবাম করেছি। জিয়াউদ্দিন আলম ভাই অনেক ভালো কথা ও সুর করেছেন সব কয়টি গানের। আমার শ্রোতারা আমার কাছে যে ধরনের গান আশা করেন, আমি চেষ্টা করছি সে ধরনেরই গান করতে। আশা রাখি, কেউ নিরাশ হবেন না।
উল্লেখ্য, এ পর্যন্ত বিউটির তিনটি একক, একটি দ্বৈত ও কিছু মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে।