আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কানাডার অটোয়ায় সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ওপর হামলা, লুটপাটসহ সন্ত্রাসের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিপুলসংখ্যক প্রবাসী নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে ‘বাংলাদেশি হিন্দু কমিউনিটি অব মন্ট্রিয়ল কানাডার’ ব্যানারে রাজধানী অটোয়ার পার্লামেন্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। অসংখ্য প্রতিবাদী কন্ঠে উচ্চারিত হয় বিভিন্ন স্লোগানসহ গণসংগীত।
প্রবাসে শত ব্যস্ততার পাশাপাশি কর্মদিবস হওয়া সত্ত্বেও শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে মন্ট্রিয়ল, অটোয়া এবং টরন্টোর পক্ষ থেকে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, কানাডার প্রায় প্রতিটি শহরেই প্রবাসী অধ্যুষিত এলাকায় একাধিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলেও ২৪ অক্টোবর মন্ট্রিয়লে স্মরণকালের সর্ববৃহৎ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যেখানে শত শত প্রবাসীদের পাশাপাশি নতুন প্রজন্মের উল্লেখযোগ্য উপস্থিতি এবং প্রতিবাদী কন্ঠস্বর এর আগে কেউ কখনো দেখেনি।
আর এরই ধারাবাহিকতায় কানাডা এবং বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য দাবি জানিয়ে কানাডার পার্লামেন্টসহ বাংলাদেশি হাইকমিশনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























