আকাশ স্পোর্টস ডেস্ক:
সময়ের অন্যতম সেরা ফুটবল তারকার তালিকা করা হলে প্রথমদিকেই যে এমবাপ্পের নাম লেখা থাকবে- সেটা যে কেউই খুব সহজেই মেনে নিবেন। এ কথা মানছেন সুইডিশ তারকা ফুটবলার জ্লাতন ইব্রাহিমোভিচও। তবে সেরাদের সেরা হতে হলে আরও অনেক পথ এমবাপ্পেকে পাড়ি দিতে হবে বলে মনে করছেন তিনি। আর এই পথ পাড়ি দিতে বেশ কিছু পরামর্শক দিয়েছেন জ্লাতন।
ফরাসি উদীয়মান তারকা ফুটবলার এমবাপ্পেকে নিয়ে কথা বলতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি এমবাপেকে পছন্দ করি। সে এখনও খুব স্বচ্ছন্দে থাকতে চায়। তাকে কঠিন লড়াইয়ের স্বাদ নিতে হবে। এমন লোকদের মাঝে তার থাকতে হবে যারা তাকে বলবে সে সেরা খেলোয়াড় নয় এবং তাকে আরও ভালো করতে হবে।’
তিনি আরও বলেন,‘এমবাপে (সেরাদের) শীর্ষ দশে আছে। এমন কিছু খেলোয়াড় আছেন যারা দীর্ঘদিন ধরে সেরা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এবং তারা তরুণ…এই তালিকায় (আর্লিং) হল্যান্ডও আছেন এবং ইব্রাহিমোভিচও আছেন, এর বেশি নাম নেওয়ার দরকার নেই।’
আকাশ নিউজ ডেস্ক 























