আকাশ জাতীয় ডেস্ক:
শিক্ষার্থী ভর্তিতে উচ্চতা ও ওজন নির্ধারণ করা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৩১ অক্টেবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চিকিৎসা বিজ্ঞানের আদিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর প্রিপোটরি কলেজে শিক্ষার্থী ভর্তিতে উচ্চতা ও ওজন নিয়ে শর্ত থাকার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। খতিয়ে দেখা হবে। বিদ্যালয়ে পড়ার অধিকার সবার আছে। তবে শিশুদের স্বাস্থ্যগত বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা প্রসঙ্গে দীপু মনি বলেন, প্রত্যেক মৃত্যুর কারণগুলো জানতে হবে। কেউ যখন নিজেকে শেষ করে দেয় তখন সে চরম অবস্থায় চলে যায়। আমাদের আরও বেশি সচেতন হতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















