অাকাশ জাতীয় ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, রোহিঙ্গা বিষয়ে আমাদের সরকার ভালো প্রদক্ষেপ নিচ্ছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুকে সরকার অত্যন্ত জোরালো ভাবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের নির্মিতব্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনের পর গণমাধ্যম কর্মীদের দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আরো আলোচনা বৃদ্ধির মাধ্যমে মিয়ানমার সরকার পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আমি একজন নাগরিক হিসেবে চায় রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হোক। এ বিষয়ে আমাদের সরকার ভালো প্রদক্ষেপ নিচ্ছে। এছাড়া আমরা আশা করছি সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। মিয়ানমানও তার নাগরিকদের গ্রহণ করবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আরো আলোচনা বৃদ্ধির মাধ্যমে মিয়ানমার সরকার তাদের দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে। পার্বত্যাঞ্চলে কোন প্রতিষ্ঠানের দুর্নীতি সংক্রান্ত কোন বিষয় নজরে এলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। কারণ আইনের উর্দ্ধে কেউ না। তাই দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।
এছাড়া সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠাই আইনের অধিনে। তাই সবাইকে আইন মেনে কাজ করতে হবে। এছাড়া খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সে বিষয়েও আমাদের নজড়ে এসছে। তা আমরা ক্ষতি দেখছি। বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক সচেত হয়েছে। সব মানুষ যদি আইনের বিষয়ে সচেতন হয়ে তাহলে একদিন বাংলাদেশ দূর্নীতি মুক্ত হবে।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, দুদকের তিন পার্বত্য জেলার সমন্বয় হাজি শফিকুল রহমান ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















