আকাশ বিনোদন ডেস্ক :
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন প্রবীণ অভিনেতা মাহমুদ সাজ্জাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্য়া কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদের ছোট ভাই মিডিয়া ব্যক্তিত্ব ম হামিদ। করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পর তার ভাইকে গত ১ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলেও তিনি জানান।
ম হামিদ এও জানান, প্রথম দিকে মাহমুদ সাজ্জাদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অভিনেতার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু তার শারীরিক জটিলতা কাটেনি। এ জন্য সোমবার তাকে আবার আইসিইউতে নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে নাট্যচক্রের সঙ্গে সম্পৃক্ত মাহমুদ সাজ্জাদ। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনক প্রভৃতি নাটকে। পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটক ও সিনেমায়। সাবলীল অভিনয় দিয়ে তিনি দর্শকের মন জয় করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























