ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন মিরসরাইয়ে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করবে সরকার : বিডা চেয়ারম্যান এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব: জামায়াত আমির একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে : মির্জা আব্বাস সব হাসপাতালকে জরুরি নির্দেশনা শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন: মামুনুল হক যুক্তরাষ্ট্রে ৮ যাত্রী নিয়ে বোম্বার্ডিয়ার জেট বিধ্বস্ত শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন,তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পারমাণবিক শক্তিধর ইরানকে ঠেকাতে সৌদির সমর্থন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠা থেকে ইরানকে বিরত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করে বলে জানিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ভিডিওবার্তায় বাদশাহ সালমান বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার পক্ষে। আমরা ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া ঠেকানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করি।

২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্বহালের লক্ষ্যে বিশ্ব নেতারা তেহরানের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়ার মধ্যে সৌদি আরবের মনোভাব তুলে ধরলেন বাদশাহ।

বক্তব্যে করোনা পরিস্থিতিতে দেশটির বিভিন্ন পদক্ষেপ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

শিয়া ও সুন্নি মুসলিম অধ্যুষিত ইরান এবং সৌদি আরব বহু বছর ধরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। দেশ দুটি ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য অঞ্চলের লড়াইয়ে নিজেদের মিত্রদের সমর্থনের মাধ্যমে ছায়াযুদ্ধে জড়িত। ২০১৬ সালে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে চলতি বছর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।

ভিডিও বার্তায় বাদশাহ সালমান বলেন, ইরান একটি প্রতিবেশী রাষ্ট্র। আমরা আশা করি, ইরানের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা আস্থার সম্পর্ক তৈরি করবে। যা সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে নতুন মাত্রা পাবে।

অবশ্য এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে পারমাণবিক আলোচনা ফের শুরু করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা মেহর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, চিকিৎসক আটক

পারমাণবিক শক্তিধর ইরানকে ঠেকাতে সৌদির সমর্থন

আপডেট সময় ০৬:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠা থেকে ইরানকে বিরত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করে বলে জানিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ভিডিওবার্তায় বাদশাহ সালমান বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার পক্ষে। আমরা ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া ঠেকানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করি।

২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্বহালের লক্ষ্যে বিশ্ব নেতারা তেহরানের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়ার মধ্যে সৌদি আরবের মনোভাব তুলে ধরলেন বাদশাহ।

বক্তব্যে করোনা পরিস্থিতিতে দেশটির বিভিন্ন পদক্ষেপ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

শিয়া ও সুন্নি মুসলিম অধ্যুষিত ইরান এবং সৌদি আরব বহু বছর ধরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। দেশ দুটি ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য অঞ্চলের লড়াইয়ে নিজেদের মিত্রদের সমর্থনের মাধ্যমে ছায়াযুদ্ধে জড়িত। ২০১৬ সালে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে চলতি বছর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।

ভিডিও বার্তায় বাদশাহ সালমান বলেন, ইরান একটি প্রতিবেশী রাষ্ট্র। আমরা আশা করি, ইরানের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা আস্থার সম্পর্ক তৈরি করবে। যা সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে নতুন মাত্রা পাবে।

অবশ্য এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে পারমাণবিক আলোচনা ফের শুরু করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা মেহর।