অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী হামলায় মোট ২ হাজার ৬শ ১৭ বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬শ ১৫ শিশু ও ৪শ ৪৩ জন নারী রয়েছে।
গ্রুপটি আরো জানায়, হাসাকা, রাকা, আলেপ্পো, ইদলিব ও দেইর আল জৌর প্রদেশে এসব লোক প্রাণ হারায়। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস(ইসলামিক স্টেট) বিরোধী হামলায় কুর্দি বাহিনীকে সহায়তা করে আসছে।
এদিকে সিরীয় সরকার বারবার তার দেশে এই জোটের হস্তক্ষেপকে অবৈধ এবং বেসামরিক নাগরিকের হতাহতের কথা উল্লেখ করে জাতিসংঘের প্রতি জোট ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























