আকাশ স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগামীকাল শনিবার ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাংকিংয়ের ১০২ নম্বরে অবস্থান করা শক্তিশালী দলটির বিপক্ষে লড়াকু ফুটবল খেলতে প্রস্তুত রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন সাফের প্রস্তুতি হিসেবে খেলা আসরের শুরুতে ফিলিস্তিনের বিপক্ষে প্রস্তুত রয়েছেন তারা। কাল কিরগিজস্তানের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ।
প্রস্তুতির লক্ষ্যে আসর শুরু করা বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলব, সেগুলো আগামী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির উদ্দেশ্যে। সাফ চ্যাম্পিয়নশিপের এক মাসেরও কম সময় বাকি। আমরা মূলত সাফের প্রস্তুতির জন্য টুর্নামেন্টটা খেলব। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প সময়ের মধ্যে সাফের প্রস্তুতি শেষ করা। সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা সবাই ভালো আছি, সবাই প্রস্তুত টুর্নামেন্ট খেলার জন্য। গত কয়েকটা দিন (প্রস্তুতি) আসলেই ভালো ছিল। ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আমরা।’
চলমান টুর্নামেন্টে বাংলাদেশকে নতুন এক পদ্ধতিতে খেলাবেন কোচ। সেটার আভাসই দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘আমরা নতুন এক সিস্টেমে খেলব। এটা কার্যকর হলে এই সিস্টেম অব্যাহত থাকবে।’ তবে নতুন সেই সিস্টেম কী? সেটা না জানালেও বাংলাদেশ অধিনায়ক জানালেন, সাফের প্রস্তুতি চান এই আসর থেকে।
কিরগিজস্তানে অনুষ্ঠিত আসরে ২৩ সদস্যের স্কোয়াডে থাকা দুই প্রবাসী ফুটবলার সহ সবাইকে সুযোগ দিতে চান কোচ জেমি ডে। তিন জাতির এ আসরটিতে বাংলাদেশ খেলবে ফিলিস্তিন, কিরগিজস্তান ও কিরগিজস্তান অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। আসরে জামালরা পরবর্তী ম্যাচগুলো ৭ ও ৯ সেপ্টেম্বর।
বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান, মাসুক মিয়া জনি, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেইন, তাহমিদ ইসলাম, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।
আকাশ নিউজ ডেস্ক 























