আকাশ জাতীয় ডেস্ক:
আফগানিস্তানে আটকে পড়া ছয়জন বাংলাদেশি কাতারের রাজধানী দোহা থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন। এমিরাতস এয়ারের ফ্লাইটে (ইকে-৫৮৪) কাতার থেকে দুবাই হয়ে রাত ১১টা ২০ মিনিটে তাদের ঢাকায় নামার কথা রয়েছে। এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন ।
যে ছয়জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন— রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।
তালেবানের অনুমতি না পাওয়ায় অভাবনীয় দুর্ভোগ ও উৎকন্ঠায় বিমানবন্দরের বাইরে সময় কাটিয়ে তারা এখন বাংলাদেশে রওনা দিয়েছেন। আফগানিস্তানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার রাজিব বিন ইসলাম। তিনি শুক্রবার কাবুল থেকে টেলিফোনে যুগান্তরকে বলেছিলেন, কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে গতকাল আমরা ৬/৭ বার চেষ্টা চালিয়েছি। কিন্তু সফল হইনি । মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেইফ প্যাসেজ পাচ্ছেন না । আমরা সেইফ প্যাসেজের অপেক্ষায় আছি।
আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাবার পর বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। রাজিব জানান, মার্কিন বাহিনী ও আফগান কর্তৃপক্ষ যৌথভাবে আফগান ওয়্যারলেস কোম্পানিটি চালু করেছে ।
জানতে চাইলে রাজিব বলেন, কাবুলের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। গাড়ি চলছে । দোকানপাট খুলেছে। রাস্তায় তালেবানের টহল আছে। ভয়ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে ।
আকাশ নিউজ ডেস্ক 



















