অাকাশ জাতীয় ডেস্ক:
ইন্টারপোলের ৮৬তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ।চীনের রাজধানী বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন হবে আগামী ২৬ সেপ্টেম্বর সকালে।তিনি সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন, ডিআইজি (অপারেশনস্) ও এনসিবি ঢাকার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, এআইজি (এনসিবি) মো: মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মো: মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন। ইন্টারপোলের সদস্য দেশের প্রতিনিধিরা অপরাধ দমনে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই বৈঠকে বসছেন।বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে ‘কাউন্টার টেররিজম:বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য রাখবেন।
সম্মেলনে ইন্টারপোলের সদস্য দেশের পুলিশ প্রধান এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা অপরাধ, সংঘবদ্ধ অপরাধ এবং সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এছাড়া, সন্ত্রাসী কার্যকলাপ রোধ এবং সমসাময়িক চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ও আলোচনায় স্থান পাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























