ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ছদ্মবেশী’ একদলীয় শাসনে লুট করা হয়েছে গণতন্ত্র: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকার দেশে ‘ছদ্মবেশী’ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে লুট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে; কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম, তাকে তারা হরণ করেছে। এই দলটি ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল আবার এখন তারা ছদ্মবেশী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

ঢাকার চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের ১০-১৫ জন নেতাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে ফুল দেন বিএনপি মহাসচিব। সম্প্রতি ঢাকা মহানগর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এদিন সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতাদের ছাড়া কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। বিএনপি মহাসচিবকেও মূল প্রবেশপথ থেকে হেঁটে সমাধিস্থলে যেতে হয়।

মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের ঢুকতে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের, সেই মুক্তিযোদ্ধা দলকে মাজারে আসতে বাধা দেওয়া হয়েছে। আমরা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছি, আমরা ইতঃপূর্বে সব সময় গাড়ি মাজারের কাছে নিয়ে আসতাম, সেটাও এবার বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশনেত্রী খালেদা জিয়ার নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুক্তিযুদ্ধের সব আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করছে। সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস না করে সত্যিকার অর্থেই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে পদত্যাগ করুন।

সরকার বেপরোয়া হয়ে উঠেছে : এদিকে বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরিন অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের নামে দেওয়া হচ্ছে নতুন মামলা। তিনি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

‘ছদ্মবেশী’ একদলীয় শাসনে লুট করা হয়েছে গণতন্ত্র: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকার দেশে ‘ছদ্মবেশী’ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে লুট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে; কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম, তাকে তারা হরণ করেছে। এই দলটি ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল আবার এখন তারা ছদ্মবেশী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

ঢাকার চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের ১০-১৫ জন নেতাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে ফুল দেন বিএনপি মহাসচিব। সম্প্রতি ঢাকা মহানগর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এদিন সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতাদের ছাড়া কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। বিএনপি মহাসচিবকেও মূল প্রবেশপথ থেকে হেঁটে সমাধিস্থলে যেতে হয়।

মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের ঢুকতে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের, সেই মুক্তিযোদ্ধা দলকে মাজারে আসতে বাধা দেওয়া হয়েছে। আমরা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছি, আমরা ইতঃপূর্বে সব সময় গাড়ি মাজারের কাছে নিয়ে আসতাম, সেটাও এবার বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশনেত্রী খালেদা জিয়ার নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুক্তিযুদ্ধের সব আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করছে। সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস না করে সত্যিকার অর্থেই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে পদত্যাগ করুন।

সরকার বেপরোয়া হয়ে উঠেছে : এদিকে বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরিন অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের নামে দেওয়া হচ্ছে নতুন মামলা। তিনি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান।