আকাশ স্পোর্টস ডেস্ক:
ঘরের মাটিতে ওলফসবার্গের কাছে পয়েন্ট খুইয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান থেকে ছিটকে পড়ল বাযার্ন মিউনিখ। শুক্রবার রাতে অনুষ্ঠিত দু’দলের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়।
ছয় ম্যাচে বায়ার্নের পয়েন্ট এখন ১৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবেধানে এগিয়ে থেকে বরুসিয়া ডর্টমুন্ড ওঠে এসেছে শীর্ষে। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ওলফসবার্গের অবস্থান ১১ নম্বরে।
পেনাল্টির সাহায্যে ৩৩ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি। পরে ৪২ মিনিটে আরিয়েন রোবেন ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি বায়ার্ন। ৫৬ মিনিটে ম্যাক্সিমিলিয়ান আরনল্ড গোল করে ব্যবধান কমান। আর ৮৩ আরনল্ডের গোলে ওলফসবার্গ পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
আকাশ নিউজ ডেস্ক 























