আকাশ বিনোদন ডেস্ক :
সদা হাস্যোজ্জ্বল ও উৎফুল্ল চিত্রনায়িকা পরীমনির আকাশে এখন ঘন কালো মেঘের ঘনঘটা। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি। ইতোমধ্যে দুই দফায় তার জামিন শুনানি হলেও জামিন মেলেনি। উল্টো বৃহস্পতিবার নায়িকাকে আরও এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন পরীমনিকে সকাল ৯টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির করা হয়। তার জামিন ও রিমান্ড শুনানি শুরু হয় বেলা ১১টা ৪৫ মিনিটে। এ সময় কাঠগড়ায় উঠেই নীরবে কাঁদতে শুরু করেন পরীমনি। কোনো আওয়াজ নয়, শুধু বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
কিন্তু তার সেই কান্নায় মন ভেজেনি বিচারকের। নায়িকার জামিন আবেদন বাতিল করে তাকে আরও এক দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন তিনি। বনানী থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা গত ১৬ আগস্ট তৃতীয় দফায় পরীমনির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
তবে শুধু বৃহস্পতিবার নয়, এর আগে গত ১০ আগস্ট রিমান্ড শুনানির সময়ও অঝোরে কেঁদেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সেবারও তার কান্নায় মন গলেনি বিচারকের। তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। সেদিন আদালত থেকে বের হয়ে তিনি চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। বলেছিলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ আটক করে র্যাব। ওই দিনই তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। সেই মামলায় আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন পরীমনি। কারা সূত্রে খবর, সেখানে অনেকটা নীরবে, বই পড়ে, শুয়ে বসে সময় কাটছে এই অভিনেত্রীর।
আকাশ নিউজ ডেস্ক 
























