অাকাশ বিনোদন ডেস্ক:
ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে হৃতিক রোশন অন্যতম। তবে এই অভিনেতা সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন ‘কৃষ’ সিনেমায় অভিনয় করে। শিগগিরই এই ছবির চতুর্থ সিকুয়েলের কাজ শুরু হবে।
আর এই সিনেমার জন্যই নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না এই অভিনেতা। আর এর নেপথ্য কারণ হচ্ছে রাকেশ, তার পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক।
হৃতিক বলেন, ‘কৃষ ৪-এর আগে নতুন কোনো ছবি নয়। কৃষ সিনেমার সিকুয়েল হলেও এর গল্প বেশ ভিন্ন। আমি সবসময়ই চাই ব্যতিক্রমী চরিত্র। নিজের পছন্দমতো চরিত্র পেয়েছি। এই চরিত্র নিয়েই এখন আমি স্টাডি করছি, আপাতত আর কোনোকিছু মাথায় নিচ্ছি না।’
প্রীতি সিনহা প্রযোজিত গণিতবিদ আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি ছবির প্রস্তাব সম্প্রতি ফিরিয়ে দিয়েছেন তিনি। ‘কৃষ ৪’ ছবির কাজ শুরু না হওয়া পর্যন্ত আপাতত আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হবেন না। তবে এই অবসর অবশ্য বেশ ব্যস্তই কাটছে হৃতিকের।
আকাশ নিউজ ডেস্ক 

























