আকাশ জাতীয় ডেস্ক:
উন্নত বাংলাদেশ গড়তে হলে চাকরি করা নয়, চাকরি দেয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
রবিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) কর্তৃক গৃহীত ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’ এর সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মিজ মহাসিনা ইয়াসমিন।
এসময়ে প্রকল্পের অধীনে ৬৪ জেলার প্রশিক্ষক সমন্বয়কদের ধন্যবাদ জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘আপনারা বিডার মুখ হয়ে গত দুই বছরে দেশব্যাপী অনেক উদ্যোক্তা তৈরি করেছেন, প্রকল্পের সাথে সাথে আজ আপনাদের ও প্রশিক্ষক সমন্বয়ক হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে। কোভিড চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সুন্দরভাবে সার্থকভাবে আপনাদের জন্যই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’
সিরাজুল ইসলাম বলেন, ‘এতদিন আপনারা নিজে উদ্যোক্তা তৈরি করেছেন, এবার নিজেদের উদ্যক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। চাকরি করা থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো, চাকরিতে অনেক লিমিটেশন থাকে, কিন্তু উদ্যোক্তাদের থাকে ‘স্কাই ইস দ্যা লিমিট।’
বিডার মাল্টিপারপাস হলে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’ এর সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান প্রকল্পের সাফ্যল্যের কথা তুলে ধরে বলেন, ‘তারুণ্যের শক্তি – বাংলাদেশের সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে দেশ ব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দুই বছর মেয়াদী এ প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রায় ৫০ কোটি টাকা অর্থমূল্যের এ প্রকল্পের অধীনে দেশের ৬৪টি জেলায় উদ্যোক্তা তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়। সদ্য শেষ হওয়া এ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ২৪ হাজার ৯০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, যার মধ্যে চার হাজার ৩৩৭ জন নতুন উদ্যোক্তা তাদের ব্যাবসায়িক যাত্রা শুরু করেছেন এবং নতুন উদ্যোক্তারা বেসরকারিভাবে ১০৯৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন। যা দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য মিজ পারভিন আকতার, সঞ্জয় কুমার চৌধুরী, সাইফুল্লাহ মকবুল মোর্শেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কদের অভিজ্ঞতা সনদ মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























