আকাশ স্পোর্টস ডেস্ক:
টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স ভাবিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকাকে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি হোম ম্যাচে জয় বাংলাদেশকে লঙ্গার ভার্সনেও চেনাচ্ছে নতুনভাবে। তাছাড়া এই দুই সিরিজের মাঝে শ্রীলঙ্কা সফরে গিয়েও একটি টেস্ট ম্যাচ জিতেছে এসেছে টাইগাররা। এ অবস্থায় ঘরের মাটিতেও বাংলাদেশকে হাল্কা করে দেখছে না প্রোটিয়ারা। দলটির নতুন কোচ ওটিস গিবসন এমন সতর্ক মন্তব্যই করলেন সিরিজকে সামনে রেখে।
গিবসন ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে এসে বাংলাদেশের কাছে একটি টেস্ট হেরে ফিরেছিলেন। তাই নতুনভাবে কাজ করতে গিয়ে সেটাও রাখছেন মাথায়| দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ গিবসন বলেন, ‘আমি চাই না বাংলাদেশের বিপক্ষে জিতব, এটা ধরেই নিয়েই আমার দল মাঠে নামুক। আমরা দেখেছি, ওরা (বাংলাদেশ) অস্ট্রেলিয়ার বিপক্ষে কীভাবে খেলেছে। গত বছর আমি ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ গিয়েছিলাম, ওরা তখনো একটা টেস্ট জিতেছে। ওরা এখন টেস্টে খুবই আত্মবিশ্বাসী একটা দল। ওদের বিপক্ষে স্বস্তিতে থাকার কোনো কারণ নেই।’
যদিও অতীত কথা বলছে দক্ষিণ আফ্রিকার পক্ষেই। বাংলাদেশের বিপক্ষে ১০ টেস্ট খেলে ৮ টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, যার ৭ টিতেই ইনিংস ব্যবধানে। যে দুটি ম্যাচ ঘরের মাটিতে ড্র হয়েছে তাও বৃষ্টি ভাগ্যে। তবে পরিববর্তিত বাংলাদেশ যে ৯ বছর আগের অবস্থায় নেই, হয়তো সেই অভিজ্ঞতার আলোকেই এই সতর্কতা তার।
আকাশ নিউজ ডেস্ক 























