আকাশ স্পোর্টস ডেস্ক:
চার বছর পর মোহাম্মদ আশরাফুলের ব্যাটে সেঞ্চুরি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে তিনি এই সেঞ্চুরি করেন। তবে খেলার মাঝপথেই আশরাফুলকে মাঠ ছাড়তে হয়েছে। পরে জানা গেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
১০৪ রানের দারুণ ইনিংস খেলার পর ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেননি আশরাফুল। জ্বর থাকায় ড্রেসিং রুমেই পুরোটা সময় কাটান তিনি। রবিবার চট্টগ্রামের মেডিসিন স্পেশালিস্ট সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করানোর পর জানা যায় ডেঙ্গু ধরা পড়েছে আশরাফুলের। সোমবার সকাল ১১টার ফ্লাইটে তাকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিত্সার জন্য।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছেন না যে সেটা নিজেই জানিয়েছেন। তবে ২৮ সেপ্টেম্বর শুরু হতে পারে তৃতীয় রাউন্ড। তার আগেই সুস্থ হয়ে মাঠে ফেরার আশা করেছেন তিনি। আশরাফুল বলেন, ‘দুর্দান্ত একটা সূচনার পরও দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবো না ভেবে খুব খারাপ লাগছে। তবে তৃতীয় রাউন্ডের আগেই সুস্থ হয়ে উঠবো। আশা করি, যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারবো।’
আকাশ নিউজ ডেস্ক 























