আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বাড্ডায় ১৩তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টা ২২ মিনিটের দিকে মধ্যবাড্ডার প্রগতি সরণিতে ফ্যাসিলিটিস টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়। ভবনটিতে ধোঁয়া দেখতে পেয়ে ফিরে আসে ইউনিটগুলো।
নাজমা আরও বলেন, আগুনের মাত্রা বেশি ছিল না। তাই নিভে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























