ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে যে মিসাইল!

অাকাশ নিউজ ডেস্ক:

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শনে মেতেছে উন্নত বিশ্বের দেশগুলো। আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাপক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সামনে এনেছে রাশিয়া। যার নাম RS-28 Sarmat. আর এই মিসাইল তৈরি করা হয়েছে একটি হাইপারসনিক গ্লাইডার ওয়ারহেডে রাখার জন্য। জানা গেছে, ২০১৮ সালে তৈরি হবে সেই ওয়ারহেড।

রাশিয়ার কোনো এক গোপন জায়গা থেকে ২০০১ সালের জুন মাসে উৎক্ষেপণ করা হয়েছিল RS-20 ব্যালিস্টিক মিসাইল। আর নতুন RS-28 Sarmat missile মিসাইল তৈরি করেছে ম্যাকেভ রকেট ডিজাইন ব্যুরো। যার ওজন ১০০ টন। মনে করা হচ্ছে, এতে থাকবে ১০ থেকে ১৬টা লাইটার ওয়ারহেড। শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করার ব্যবস্থা থাকবে এতে।

জানা গেছে, Satan 2 ওয়ারহেড হিরোশিমা কিংবা নাগাসাকিতে ফেলা বোমার থেকে ২০০০ গুন বেশি ক্ষমতাসম্পন্ন। পাশাপাশি, ২০১৮ সালে রাশিয়ান আর্মিতে অংশ নেবে Sarmat. যা ২০২০ সালের মধ্যে পুরো RS-36M ফ্যামিলিকে সরিয়ে জায়গা করে নেবে।

এ ব্যাপারে Satan 2 নির্মাণকারী সংস্থা জানিয়েছে, এই মিসাইল ছোঁড়া হলে তা শত্রুপক্ষের রাডারে ধরা পড়বে না। এর স্ট্রাইক রেঞ্জ ১০,০০০ কিলোমিটার। ১৬টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখবে এটি। পাশাপাশি এই মিসাইলটি ৭ কিলোমিটার/ সেকেন্ড গতিতে ছোটার ক্ষমতা রাখবে। এদিকে মস্কোর অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, র‍াডার এড়িয়ে যুক্তরাষ্ট্রের উপকূল পর্যন্ত অনায়াসে পৌঁছে যেতে পারবে এই Satan 2. আর একবার নিক্ষেপেই উড়ে যেতে পারে পুরো ফ্রান্স কিংবা টেক্সাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে যে মিসাইল!

আপডেট সময় ১২:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শনে মেতেছে উন্নত বিশ্বের দেশগুলো। আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাপক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সামনে এনেছে রাশিয়া। যার নাম RS-28 Sarmat. আর এই মিসাইল তৈরি করা হয়েছে একটি হাইপারসনিক গ্লাইডার ওয়ারহেডে রাখার জন্য। জানা গেছে, ২০১৮ সালে তৈরি হবে সেই ওয়ারহেড।

রাশিয়ার কোনো এক গোপন জায়গা থেকে ২০০১ সালের জুন মাসে উৎক্ষেপণ করা হয়েছিল RS-20 ব্যালিস্টিক মিসাইল। আর নতুন RS-28 Sarmat missile মিসাইল তৈরি করেছে ম্যাকেভ রকেট ডিজাইন ব্যুরো। যার ওজন ১০০ টন। মনে করা হচ্ছে, এতে থাকবে ১০ থেকে ১৬টা লাইটার ওয়ারহেড। শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করার ব্যবস্থা থাকবে এতে।

জানা গেছে, Satan 2 ওয়ারহেড হিরোশিমা কিংবা নাগাসাকিতে ফেলা বোমার থেকে ২০০০ গুন বেশি ক্ষমতাসম্পন্ন। পাশাপাশি, ২০১৮ সালে রাশিয়ান আর্মিতে অংশ নেবে Sarmat. যা ২০২০ সালের মধ্যে পুরো RS-36M ফ্যামিলিকে সরিয়ে জায়গা করে নেবে।

এ ব্যাপারে Satan 2 নির্মাণকারী সংস্থা জানিয়েছে, এই মিসাইল ছোঁড়া হলে তা শত্রুপক্ষের রাডারে ধরা পড়বে না। এর স্ট্রাইক রেঞ্জ ১০,০০০ কিলোমিটার। ১৬টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখবে এটি। পাশাপাশি এই মিসাইলটি ৭ কিলোমিটার/ সেকেন্ড গতিতে ছোটার ক্ষমতা রাখবে। এদিকে মস্কোর অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, র‍াডার এড়িয়ে যুক্তরাষ্ট্রের উপকূল পর্যন্ত অনায়াসে পৌঁছে যেতে পারবে এই Satan 2. আর একবার নিক্ষেপেই উড়ে যেতে পারে পুরো ফ্রান্স কিংবা টেক্সাস।