অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে উপ-নির্বাচনে এগিয়ে আছেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। গতকাল রবিবার এনএ-১২০ আসনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় করা মামলায় নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ও এমপি হিসেবে আদালতে অযোগ্য ঘোষিত হওয়ায় এই আসনটি শূন্য হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, ২২০ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭০টিতে এগিয়ে আছেন কুলসুম নওয়াজ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আছেন পাকিস্তান তেহরিক-ইনসাফের (পিটিআই) প্রার্থী ড. ইয়াসমিন রশীদ।
আকাশ নিউজ ডেস্ক 
























