অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লন্ডনের টিউব রেলে হামলার দায় স্বীকার করলো জঙ্গি গোষ্ঠী আইএস। রীতিমত বিবৃতি দিয়ে লন্ডন হানার দায় স্বীকার করা হয়েছে জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে।
শুক্রবার দক্ষিণ-পশ্চিম লন্ডনের পার্সন্স গ্রিন স্টেশনে ভিড়েঠাসা টিউব রেলের একটি কামরায় বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা কামরা। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই লন্ডনজুড়ে জারি হয় হাই অ্যালার্ট। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় টিউব (মেট্রো) রেল পরিসেবা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই পুড়ে গিয়ে জখম হয়েছেন। হুড়োহুড়ি করে পালাতে গিয়েও আঘাত পেয়েছেন কয়েকজন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, বড়সড় ক্ষতি করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল।
তবে এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর নেই। কোনও কোনও সূত্রে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে তল্লাশি চলছে।
উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার সন্ত্রাসী হামলার শিকার হল ব্রিটেন। মার্চ মাসে পার্লামেন্টের কাছে ছুরি নিয়ে হামলা, দু’মাস কাটতে না কাটতেই মে-তে ম্যাঞ্চেস্টারের রক কনর্সাটে আত্মঘাতী জঙ্গি হানা। সেবার নিহত হয়েছিলেন ২২ জন। তার পর জুন মাসেই এক বার ভ্যান নিয়ে লন্ডন ব্রিজে হামলা, অন্য হামলাটি হয়েছিল লন্ডনের একটি মসজিদে।
আকাশ নিউজ ডেস্ক 



















