অাকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার ওয়াকার ইউনিসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তান সুপার লিগের দলটির এই দায়িত্ব পাওয়ার আগে দুদফায় তিনি দেশটির জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন।
তার নিয়োগ প্রসঙ্গে দলটির স্বত্বাধিকারী আলী নাকভি বলেন, আমি মনে করি এই কাজের জন্য যথোপযুক্ত ব্যক্তি হিসেবে আমরা ওয়াকারকে পেয়েছি। তার শুধু জাতীয় দলে কোচিংয়ের তা নয, মিসবাহর মতো দলের অনেকের সঙ্গে খেলায়ও সাফল্য রয়েছে।
গত মৌসুমে চ্যাম্পিয়ন হিসেবে পিএসএলে অংশ নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। তবে করাচি কিংসের কাছে দ্বিতীয় কোলিফাইং প্লে-অফে হেরে তাদের বিদায় নিতে হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 























