অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি বিদেশি মদদ থাকা সত্ত্বেও বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে দামেস্ক। সিরিয়ার শতকরা ৮৫ ভাগ ভূমি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করলেন প্রেসিডেন্ট আসাদ।
সিরিয়ার রাজধানী দামেস্কে ৬০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট আসাদ।
তিনি সিরিয়ার বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট কিছু শক্তিশালী’ দেশের পক্ষ থেকে আরোপিত ‘অনৈতিক নিষেধাজ্ঞা’র তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নিষ্ঠুর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন।
সিরিয়ায় চলমান সহিংসতা এবং দেশটির ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ সত্ত্বেও দামেস্কের সঙ্গে কীভাবে বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করা যায় তার উপায় নিয়ে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সম্মেলনে আলোচনা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























