অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আসছে ১০০ টাকার কয়েন। ৪৪ মিলিমিটার ব্যাসবিশিষ্ট কয়েনটি তৈরি হয়েছে রূপো (৫০ শতাংশ), তামা (৪০ শতাংশ), নিকেল (৫ শতাংশ) এবং জিঙ্ক (৫ শতাংশ) দিয়ে। ইতোমধ্যে নতুন এই কয়েন তৈরির নির্দেশও দেয়া হয়েছে। শুধু নতুন একশ টাকার কয়েন নয়, বাজারে আসবে নতুন ৫ এবং ১০ টাকার কয়েন।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয় সোমবার এই প্রসঙ্গে একটি নির্দেশিকা জারি করেছে। এআইডিএমকে-র প্রতিষ্ঠাতা প্রয়াত ড. এমজি রামাচন্দ্রণ ও কর্নাটকের বিখ্যাত গায়িকা ড. এমএস সুব্বালক্ষ্মীর জন্মবার্ষিকীতে এই নতুন কয়েন বাজারে ছাড়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















