আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর আব্দুল্লাহপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান হাবিব নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, রাতে এয়ারপোর্ট থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন জিসান। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বাস থামার পর জানালা দিয়ে এক ছিনতাইকারী তার ফোন টান দিয়ে দৌড় দেয়। জিসান বাস থেকে নেমে ছিনতাইকারীর পেছনে পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে জিসান ছিনতাইকারীকে জাপটে ধরে।
ওসি তপন চন্দ্র আরও বলেন, এ সময় ছুরি দিয়ে জিসানকে এলোপাথাড়ি কুপিয়ে ওই ছিনতাইকারী পালিয়ে যায়। ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়ে জিসান মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনসুর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিসানের মামাতো ভাই উত্তরা-পশ্চিম থানায় একটি মামলা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















