আকাশ স্পোর্টস ডেস্ক:
এবারের লা লিগায় একের পর এক হারে নাস্তানাবুদ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ভ্যালেন্সিয়া ও আলাভেসের কাছে পরাজয়ের পর সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে শাখতারের কাছেও হেরেছে দলটি।
বিষয়টি নিয়ে বেশ চাপে ছিলেন কোচ জিনেদিন জিদান। গুঞ্জন ভাসছিল, মৌসুমের মাঝপথেই চাকরি হারাতে পারেন রিয়াল কোচ!
শনিবার এমন পরিস্থিতিতে সেভিয়ার মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। আর তিন ম্যাচের জয় খরা কাটিয়ে ১-০ গোলে জিতলেন জিদানের শিষ্যরা।
অবশ্য রিয়ালের কেউই এ গোলের দাবিদার নয়। প্রতিপক্ষ সেভিয়ার গোলকিপারের একটি ভুলে মানরক্ষা হলো কোচ জিনেদিন জিদানের।
ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই লিড নিতে পারত রিয়াল। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে পোস্টে শট না নিয়ে সেটিকে অনেক ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।
৩৩ মিনিটে একইভাবে দারুণ সুযোগ হাতছাড়া হয় সেভিয়ার।
জেসাস নাভাসের একটি ক্রস থেকে সেভিয়া ডিফেন্ডার জুলেস কৌন্ডের নেয়া হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট ধরেও নিজেদের জালে ঠেলে দেন সেভিয়া গোলরক্ষক বৌনো। এ আত্মঘাতী গোলে লিড নিয়ে নেয় রিয়াল।
বাকিটা সময় আর কোনো গোল না হওয়ায় ওই আত্মঘাতী গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরে রিয়াল।
এই মাঠে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল জিনেদিন জিদানের দল। এবারও জয় পেত না হয়তো। অনেকের মতে, জয়টা একরকম উপহারই পেল জিনেদিন জিদান।
১১ ম্যাচ ২০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের তিনে আছে রিয়াল। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ।
আকাশ নিউজ ডেস্ক 






















