ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির গ্রেফতার নেতাদের বাসায় ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বংশালে পুরনো মামলায় গ্রেফতার হওয়া বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের লোকজনের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের এসব নেতাকর্মীর বাসায় যান তিনি।

ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানান, প্রথমে সাবেক ৬৮ নম্বর এবং বর্তমান ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. রফিকের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন ইশরাক। এসময় তার পরিবারকে সান্ত্বনা দেন তিনি। এরপর যান একই মামলায় গ্রেফতার হওয়া আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিমের বাসায়। সেখান থেকে ছাত্রদলের সাবেক নেতা শহিদুল্লাহ রানা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুমের বাসায় যান। এসময় ইশরাক তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি যেকোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির প্রবীণ নেতা হাজী শাহজাহান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন তাইজু, সাংগঠনিক সম্পাদক মো. আদিল, ৩৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব আলী সরকার, বিএনপি নেতা ডালিম, মোশাররফ, কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

বিএনপির গ্রেফতার নেতাদের বাসায় ইশরাক

আপডেট সময় ০৬:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বংশালে পুরনো মামলায় গ্রেফতার হওয়া বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের লোকজনের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের এসব নেতাকর্মীর বাসায় যান তিনি।

ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানান, প্রথমে সাবেক ৬৮ নম্বর এবং বর্তমান ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. রফিকের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন ইশরাক। এসময় তার পরিবারকে সান্ত্বনা দেন তিনি। এরপর যান একই মামলায় গ্রেফতার হওয়া আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিমের বাসায়। সেখান থেকে ছাত্রদলের সাবেক নেতা শহিদুল্লাহ রানা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুমের বাসায় যান। এসময় ইশরাক তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি যেকোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির প্রবীণ নেতা হাজী শাহজাহান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন তাইজু, সাংগঠনিক সম্পাদক মো. আদিল, ৩৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব আলী সরকার, বিএনপি নেতা ডালিম, মোশাররফ, কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।