ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

প্রশংসায় ভাসছেন নিশো-মেহজাবিন

আকাশ বিনোদন ডেস্ক : 

এ সময়ে নাটকের রোমান্টিক তারকা অভিনয় জুটি আফরান নিশো ও মেহজাবিন। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ!

বিস্ময়ের বিষয় হল- এই জুটি থাকা সত্ত্বেও ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই! এমনটাই জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এ নাটক নিয়ে এই নির্মাতা বলেন, নাটকে রোমান্স কিংবা প্রেমের কিছুই নেই। আছে ভরপুর কমেডি।

মাসুদ-উল হাসানের প্রযোজনায় মোশন রক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটক নিয়ে পরিচালক জানান, এ নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ।

অমি বলেন, দুই দিন শুটিং করেছি। নিশো ভাইয়ের বাবা কিছুটা অসুস্থ থাকাকালীন এ নাটকটি শুটিং হয়েছে। কাজের প্রতি তার আন্তরিকতা আমার ইউনিটের সবাইকে মুগ্ধ করেছে। নাটকের গল্পে দেখা যাবে- আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম।

অন্যদিকে মেহজাবিন আইফোন পাগল মেয়ে। ঘুমাতে গেলেও আইফোন নিয়ে ঘুমায়। ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি একটি সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবিনের সঙ্গে পরিচয়। এরপরই জমে উঠে গল্প।

গত ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সানগ্লাস নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর নেট দুনিয়ায় আলোড়ন তোলে নাটকটি।

মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউয়ের মাইলফলক; যা এ সময়ে আলোচিত ঘটনা।

প্রসঙ্গত, নিশো ও মেহজাবিন টিভি নাটকের পাশাপাশি অনলাইন নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

প্রশংসায় ভাসছেন নিশো-মেহজাবিন

আপডেট সময় ১০:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

আকাশ বিনোদন ডেস্ক : 

এ সময়ে নাটকের রোমান্টিক তারকা অভিনয় জুটি আফরান নিশো ও মেহজাবিন। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ!

বিস্ময়ের বিষয় হল- এই জুটি থাকা সত্ত্বেও ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই! এমনটাই জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এ নাটক নিয়ে এই নির্মাতা বলেন, নাটকে রোমান্স কিংবা প্রেমের কিছুই নেই। আছে ভরপুর কমেডি।

মাসুদ-উল হাসানের প্রযোজনায় মোশন রক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটক নিয়ে পরিচালক জানান, এ নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ।

অমি বলেন, দুই দিন শুটিং করেছি। নিশো ভাইয়ের বাবা কিছুটা অসুস্থ থাকাকালীন এ নাটকটি শুটিং হয়েছে। কাজের প্রতি তার আন্তরিকতা আমার ইউনিটের সবাইকে মুগ্ধ করেছে। নাটকের গল্পে দেখা যাবে- আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম।

অন্যদিকে মেহজাবিন আইফোন পাগল মেয়ে। ঘুমাতে গেলেও আইফোন নিয়ে ঘুমায়। ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি একটি সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবিনের সঙ্গে পরিচয়। এরপরই জমে উঠে গল্প।

গত ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সানগ্লাস নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর নেট দুনিয়ায় আলোড়ন তোলে নাটকটি।

মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউয়ের মাইলফলক; যা এ সময়ে আলোচিত ঘটনা।

প্রসঙ্গত, নিশো ও মেহজাবিন টিভি নাটকের পাশাপাশি অনলাইন নাটকেও নিয়মিত অভিনয় করছেন।