আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি গোটা বিশ্বের ‘সাইবার অপরাধজনিত হুমকি’র প্রধান উৎস বলে দাবি করেছে কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থা। খবর সিটিভি নিউজের।
কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার তৎপরতা বিশ্বের সাইবার নিরাপত্তার জন্য সর্বাধুনিক হুমকি হিসেবে কাজ করছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থাগুলোর বিরুদ্ধে এসব দেশ থেকে সাইবার হামলা পরিচালিত করা হয়। এছাড়া বিশ্বের বেশিরভাগ সাইবার হামলা হয় এসব দেশ থেকে।
এসব হামলার উদ্দেশ্য সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক, আদর্শিক ও ভূ-রাজনৈতিক এসব হামলার লক্ষ্য। তাদের ক্রিয়াকলাপগুলোর মধ্যে রয়েছে সাইবার গুপ্তচরবৃত্তি, সম্পত্তি চুরি, অনলাইন প্রভাব অভিযান এবং বিপর্যয়কর সাইবার আক্রমণ।
সেখানে বলা হয়েছে, ‘আমরা মূল্যায়ন করেছি যে প্রায় নিশ্চিতভাবে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া কানাডিয়ান ব্যক্তি ও সংস্থার জন্য সবচেয়ে বড় রাষ্ট্র-স্পনসর সাইবার হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অনেক দেশ এসব কর্মকাণ্ডের বিকাশ করছে।’
আকাশ নিউজ ডেস্ক 










