আকাশ স্পোর্টস ডেস্ক:
গেলো মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপে বল হাতে চমক দেখিয়েছেন পেসার সুমন খান। মাত্র তিন ম্যাচ খেলেই নিয়েছেন ৯ উইকেট।
প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তিনি। সুমন খান আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এই টুর্নামেন্টেও বোলিংয়ে ঝাঁজটা দেখাতে চান তিনি। প্রয়োজনে তিনি আরও বিধ্বংসী হবেন বলেও দিলেন হুঁশিয়ারী।
সোমবার (১৬ নভেম্বর) ফরচুন বরিশালের পক্ষে থেকে পাঠানো ভিডিও বার্তায় সুমন খান এ কথা জানান। এসময় তিনি আরও জানান, নিজের পারফরম্যান্স দিয়ে দলের জয়ে অবদান রাখতে চান। নিজের সেরাটা উজাড় করে দিতে চান।
সুমন খান বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপে অনেক ভালো হয়েছে। কিন্তু আমি আরও আশাবাদী টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেকে আরও উজাড় করে দেব। নিজের পারফরম্যান্সটা আরও বেশি করার চেষ্টা করব। দলের জন্য যেটা ভাল হয়। আর যেহেতু বরিশাল দুই-তিন বছর পর একটা ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে আসছে তো আমি অনেক রোমাঞ্চিত এখানে খেলার জন্য। বরিশালের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছি। আমি চেষ্টা করব আমার সোরাটা উজাড় করে দেওয়ার জন্য।
আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় জেমকন খুলনার মুখোমুখি হবে সুমনের ফরচুন বরিশাল।
আকাশ নিউজ ডেস্ক 

























