আকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় রেললাইনের পাশের একটি ডোবা থেকে অপহরণের চারদিন পর নাজমুল হক নামে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিশোর নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আল আমিনের ছেলে।
ওসি আব্দুল লতিফ খান জানান, গত শুক্রবার বিকালে অপহরণকারীরা ওই কিশোরকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর তারা পরিবারের কাছে মোবাইল ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় অপহৃত নাজমুলের বাবা ওই গ্রামের চারজনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেন। বুধবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে নাজমুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ
আকাশ নিউজ ডেস্ক 



















