আকাশ জাতীয় ডেস্ক:
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিতর্কিত পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে ওএসডি করা হয়েছে। তিনি একটি সার্কুলার দিয়ে বিতর্কিত হন।
উল্লেখ্য, সার্কুলারটি ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
ওই সার্কুলারের পর তিনি সামালোচিত ও বিতর্কিত হন। এরপর তাকে ওই সার্কুলারের জন্য কারণ দর্শানোর নোটিস জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই কারণ দর্শানোর নোটিসের প্রেক্ষিতেই তাকে ওএসডি করা হলো।
আকাশ নিউজ ডেস্ক 



















